Assignment

মিয়ােসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে পরিবর্তনের মডেল বিশ্লেষণ

২০২৩ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষাঅংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের জন্য এইচএসসি ২০২৩ জীব বিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান (মিয়ােসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে পরিবর্তনের মডেল বিশ্লেষণ) আজকের আলোচনা। আশা করছি এটি অনুসরণ করে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার জীব বিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এ তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জীব বিজ্ঞান ১ম পত্র দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে প্রদত্ত মুল্যায়ন নির্দেশনাগুলো অনুসরণ করে একটি নমুনা উত্তর প্রস্তুত করে দেওয়া হল।

এইচএসসি পরীক্ষা ২০২৩ জীব বিজ্ঞান ১ম পত্র ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে প্রথম সপ্তাহে জীব বিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট HSC 2024 1st Week Assignment Biology নির্ধারণ করা হয়েছে পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে।

এখানে শিক্ষার্থীরা জীবদেহে মিয়োসিসের গুরুত্ব বিশ্লেষণ এবং জীবনের ধারাবাহিকতা রক্ষায় ও মিয়োসিস কোষ বিভাজন এর অবদান উপলব্ধি করে প্রথম সপ্তাহে জীববিজ্ঞান বিষয়ের সম্পন্ন করবে।

নিচের ছবিতে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের ২য় সপ্তাহের এসাইনমেন্ট বিস্তারিত দেওয়া হল।

2024-HSC-2nd-Week-Assignment-Science-page-002

 

অ্যাসাইনমেন্টঃ মিয়ােসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে পরিবর্তনের মডেল বিশ্লেষণ;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

  • ১. উপরের চিত্রের মতাে করে ১৬ টি কার্ড বানিয়ে সারিবদ্ধভাবে সাজাতে হবে যাতে একই নম্বরবিশিষ্ট হােমােলােগাস ক্রোমােজোমের কার্ডগুলাে মুখােমুখি থাকে;
  • ২. এখানে প্রতিটি নম্বর (১-৪) ক্রোমােজোমের এক একটি অবস্থান নির্দেশ করছে। আর সেই নম্বরের নিচে থাকা কথাটি হলাে সেই ক্রোমােজোমের সেই অবস্থানে থাকা জেনেটিক সংকেত কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্য;
  • ৩. বাবার দুটি হােমােলােগাস ক্রোমােজোম থেকে যেকোনাে একটি ক্রোমােজোম একবারে কোনাে একটি পুংগ্যামেটে যেতে পারে। মায়ের স্ত্রী গ্যামেটের ক্ষেত্রেও একই কথা প্রযােজ্য। কোনটি যাবে তা দৈবচয়নের ভিত্তিতে নির্ধারণ করার জন্য একটি কয়েন টস করতে হবে।
  • ৪. আবার কয়েন টস করতে হবে। এবার হেড পড়লে Mp ক্রোমােজোমটি স্ত্রীগ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে। অথবা টেইল পড়লে Mm ক্রোমােজোমটি স্ত্রীগ্যামেটে যাবে বলে ধরে নিতে হবে। কোন ক্রোমােজোমটি স্ত্রীগ্যামেটে গেল সেটা মনে রাখতে হবে।
  • ৬. ধাপ নং ৩-৪ এর পুনরাবৃত্তি করতে হবে এবং ধাপ নং ৫ এর মতাে করে ফলাফল এবার রাউন্ড-২) এর ঘর দুটিতে লিখতে হবে। ক্রসিং ওভারসহ মিয়ােসিস হলে কী ঘটে?
  • ৭. ক্রসিং ওভার আগে ঘটবে, তারপর যেকোনাে একটি হােমােলােগাস ক্রোমােজোম গ্যামেটে যাবে। ক্রসিং ওভার ক্রোমােজোমের ৪ টি অবস্থানের যেকোনােটিতে ঘটতে পারে। প্রথমে বাবার ক্রোমােজোম জোড়াটি (Pp ও Pm) বিবেচনা করতে হবে। পরপর দুইবার কয়েন টস করতে হবে।
  • ৯. উপরের ৭ ও ৮ নং ধাপের অনুরূপভাবে মায়ের হােমােলােগাস ক্রোমােজোম জোড়ায় ক্রসিং ওভার ঘটাতে হবে।
  • ১০. ক্রসিং ওভার ঘটার ফলে পরিবর্তিত ক্রোমােজোমসমূহ থেকে ৩ ও ৪ নং ধাপ এর অনুরূপভাবে বাবা ও মায়ের কোন কোন ক্রোমােজোম যথাক্রমে পুং ও স্ত্রীগ্যামেটে যাবে সেটি দৈবচয়নের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
  • ১১. ক্রসিং ওভার হওয়া দুই গ্যামেট থেকে নির্ধারিত দুটি ক্রোমােজোম একসাথে সন্তানে ডিপ্লয়েড (2n) ক্রোমােজোম সেট গঠন করবে। এতে করে পিতামাতা হতে সন্তানে কোন কোন বৈশিষ্ট্য সঞ্চারিত হলাে নিচে উল্লিখিত অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত দুটি ঘরে (রাউন্ড-৩) লিখতে হবে।
  • ১২. ধাপ নং ৭-১০ এর পুনরাবৃত্তি করতে হবে এবং ধাপ নং ১১ এর মতাে করে ফলাফল এবার রাউন্ড ৪ এর ঘর দুটিতে লিখতে হবে।
  • ১৩. অ্যাসাইনমেন্টে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে জিনগত বৈচিত্র্যের তথা বৈশিষ্ট্যের কী পার্থক্য হয় তা উল্লেখ করতে হবে। পার্থক্যসমূহের কারণ পাঠ্যপুস্তকের আলােকে ব্যাখ্যা করতে হবে। এই অংশটুকু অ্যাসাইনমেন্টের জন্য প্রদত্ত ছকের বাইরে পৃথকভাবে লিখতে হবে (৫০-৭০ শব্দে)।

আরও দেখুন : সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনি ব্যবসায়ের অর্থায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ

এইচএসসি পরীক্ষা ২০২৩ জীব বিজ্ঞান ১ম পত্র ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

229100867-170020371860054-5955593992207208395-n

228459485-170020288526729-4622253465957607707-n

228974690-170020345193390-4098990800161562995-n

227328830-170020298526728-7047742749225559132-n

 

227404588-170020251860066-6221935905430052294-n
227251366-170020441860047-2635418096963468364-n

 

228708210-170020508526707-5892062065572467481-n

 

228660356-170020495193375-8221447392076995449-n

 

227232629-170020515193373-2552746928915347854-n-1

 

 

 

 

 

228268809-170020355193389-3429143981186155652-n

 

আরও দেখুন:

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close