এসএসসি পরীক্ষা ২০২৩ তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট মানবিক বিভাগ সমাধান

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তৃতীয় সপ্তাহে বাংলাদেশের ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি বিষয় থেকে একটি করে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২৩ সালের অ্যাসাইনমেন্ট এর তৃতীয় সপ্তাহের নির্ধারিত বিষয়সমূহ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে অথবা অনলাইন থেকে সংগ্রহ করে যথা নিয়মে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।
এখানে ২০২৩ এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টে মানবিক বিভাগের বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট দেয়া হলো।
এসএসসি পরীক্ষা ২০২৩ ভূগোল ও পরিবেশ দ্বিতীয় এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২৩, বিভাগঃ মানবিক, বিষয়ঃ ভূগোল ও পরিবেশ, বিষয় কোডঃ ১১০, মোট নম্বরঃ ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর-০২
অধ্যায় ও শিরােনামঃ দ্বিতীয় অধ্যায়: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী;
অ্যাসাইনমেন্টঃ সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতু পরিবর্তন বিষয়ক একটি প্রতিবেদন প্রণয়ন;
শিখনফল/বিষয়বস্তুঃ পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. প্রয়ােজনে পাঠ্যপুস্তুক, শিক্ষক (ফোনে/অনলাইনে), ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে;
২. ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে হবে ঋতু পরিবর্তন প্রক্রিয়ায় পৃথিবীর চারটি অবস্থার চিত্রসহ ব্যাখ্যা করতে হবে;
৩. সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশে বিরাজমান ঋতুর ব্যাখ্যা করতে হবে;
আরো দেখুন :
- এসএসসি পরীক্ষা ২০২৩ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট মানবিক বিভাগ সমাধান
- এসএসসি পরীক্ষা ২০২৩ দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট মানবিক বিভাগ সমাধান
এসএসসি পরীক্ষা ২০২৩ অর্থনীতি দ্বিতীয় এ্যাসাইনমেন্ট
স্তরঃ এস.এস.সি পরীক্ষা ২০২৩, বিভাগঃ মানবিক, বিষয়ঃ অর্থনীতি, বিষয় কোডঃ ১৪১, মোট নম্বরঃ ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর-০২
অধ্যায় ও শিরােনামঃ দ্বিতীয় অধ্যায়: অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
শিখনফল/ বিষয়বস্তুঃ অর্থনৈতিক সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদের মধ্যে তুলনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): ১. অর্থনৈতিক সম্পদের ধারণা। ২. সম্পদের ৪টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা। ৩. সম্পদের ৪টি বৈশিষ্ট্যের আলােকে ভূমি, নদীর পানি, সূর্যের আলাে এগুলাের সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা। ৪. উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণিকরণ।
আরো দেখুন :