আল-আমিন নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)

আল আমিন নামটি আমাদের মাঝে খুব পরিচিত একটি নাম। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে এই নাম টি বেশ পরিচিত। আল-আমিন নামের অর্থ বিশ্বাসী। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বমহলের সর্বজনের কাছে বিশ্বাসী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সবাই তাকে মন প্রান দিয়ে বিশ্বাস করতেন। তাই সবাই তাকে আদর করে আল-আমিন নামে ডাকতো। শিশু মোহাম্মদ (সঃ) বাল্যকাল থেকেই ছিলেন পুত চরিত্রের অধিকারী। সত্যবাদীতায় তার জুড়ি ছিলো না। এমন নির্মল ও বলিষ্ঠ স্বভাব চরিত্র খুদ্র একটি বালকের হতে পারে, তা যেন সে যুগের লোকের ধারণার বাইরে ছিলো। তার সততা,বদান্যতা আর সত্যবাদীতা দেখে সবাই তাকে বিশ্বাস করতেন। আর এইজন্য তাকে আল আমিন নাম দেওয়া হয়। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী। জেনে নিন আল আমিন নামের অর্থ কি? (বাংলা, আরবি অর্থ সহ)
আল আমিন নামের অর্থ কি?
আমাদের সকলের পরিচিত একটি সুন্দর নাম হলো আল আমিন। আল আমিন নামের অর্থ বিশ্বাসী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ডাক নাম ছিলো আল আমিন। যার অর্থ বিশ্বাসী। মহানবীর সততা ও সত্যবাদিতা দেখে সবাই তাকে আল আমিন নামে ডাকতো।এই নামের অর্থ শুনতে ছোট মনে হলেও এর পরিধি বিশাল। এই নামটি মূলত ছেলের নাম । যেহেতু আল আমিন মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ডাক নাম ছিলো সেহেতু এই নাম কোনো মেয়ের রাখা উচিত নয়।
আল আমিন নামের আরবি অর্থ কি?
আল আমিন নামটি একটি আরবি শব্দ। আল আমিন নামের বাংলা অর্থ বিশ্বাসী। আল আমিন কি ইসলামিক নাম? অবশ্যই আল আমিন ইসলামিক নাম। আল আমিন একটি আরবি শব্দ। যার বাংলা আভিধানিক অর্থ বিশ্বাসী। আমাদের প্রিয় নবীর ডাক নাম ছিলো আল আমিন বা বিশ্বাসী। এই নামটি আমাদের দেশ সহ পুরো বিশ্বে বেশ পরিচিত লাভ করেছে বিশেষ করে মুসলিম দেশ গুলোতে। অনেক ছেলের ডাক নাম হিসেবে আল আমিন নামটি বেশ পরিচিত একটি নাম। এটি একটি আধুনিক নাম ও বলা যায়।
আ রো দেখুন..
আল আমিন নামের বাংলা অর্থ কি?
আল আমিন নামের বাংলা অর্থ – সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।
সন্তান কে সুসন্তান হিসেবে গড়ে তোলা যেমনি মা-বাবার দায়িত্ব ও কর্তব্য। তেমনি সন্তানের অর্থসহ সুন্দর নাম রাখাও মা বাবার দায়িত্ব ও কর্তব্য । যারা অতি শীঘ্রই সন্তানের জনক হতে চলেছেন তাঁরা তাঁদের সন্তানের নাম আল আমিন রাখতে পারেন। আশা করি, লেখাটি হবু পিতামাতাকে তাদের অনাগত সন্তানের সুন্দর ও ইসলামিক নাম রাখতে অনেক সাহায্য করবে।