Tech
ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করবেন যেভাবে

আমরা সকলেই কম বেশি ইউটিউব ইউজ করে থাকি । অনেক সময় আমরা ফোনের স্কিন অফ করে ফেলি তখন আর ইউটিউবে ভিডিও বা গান হয় না । আমরা অনেকেই চাই ইউটিউবে যদি ব্যাকগ্রাউন্ডে প্লে করার কোন পদ্ধতি থাকতো তাহলে খুব ভাল হত। এমনকি আমাদের অনেকেই ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করার কোন পদ্ধতি আছে কি না তা জানতে চেয়েছেন। উত্তর হলো ইউটিউব প্রিমিয়াম ফিচারে “ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে” করার ফিচার রয়েছে। কিন্তু আমরা যারা টাকা দিয়ে ইউটিউব প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারি না তারা কিভাবে ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করব? আজকে মূলত আমাদের এটা নিয়েই পোস্ট। তাই আর দেরি না করে সম্পূর্ণ পোস্ট টি মনযোগ সহকারে পড়ুন।
ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করবেন যেভাবে
ইউটিউব অত্যন্ত জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। অনেকে অনেক কাজেইউটিউবে এসে থাকে, কেউ তার প্রিয় গানশোনার জন্য কিংবা কেউ কোন টিউটোরিয়ালদেখার জন্য। এখন ধরুন আপনি গান শুনতেছেন। এমন সময় আপনি যদিইউটিউব অ্যাপটি মিনিমাইজ করেন তাহলে আপনার শোনা গানটি অফ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলমানথাকবে না।
কিন্তু আমরা আজকে ৩টি থার্ডপার্টি অ্যাপ সাজেশনকরবো, যেগুলোর মাধ্যমে আপনার প্লে করা ইউটিউব ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন যখন আপনি মিনিমাইজ করে ইউটিউব থেকে বের হয়ে যাবেন তখনও।
আপনি পছন্দ করতে পারেন :
বিটকয়েন কি ও কেন? বিটকয়েন উপার্জন ব্যবসা
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিসির সমস্ত ফাইল দেখুন পৃথিবীর যেকোন প্রান্ত থেকে
Awesome Pop-up Video
Awesome Pop-up Videoঃ নাম অনুসারে অ্যাপটি আপনাকে ইউটিউবে ভিডিও গুলো পপ-আপ আকারে দেখতে দেয়। এবং কি আপনি ইউটিবের জনপ্রিয় ভিডিও গুলো সার্চ করতে পারবেন এবং সেগুলো ব্যাকগ্রাউন্ডে চালু রাখতে পারবেন।
এছাড়াও রয়েছে থিমস, সেটিংস, এবং ভিডিও ডাউনলোডকরার মতো ফিচার গুলো। সুতরাং আপনি ফোনে অন্যান্য কাজ করার ফাকে ফাকে যদি ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে রাখতে চান, এই অ্যাপটি আপনার জন্য দুর্দান্ত।
Youtube Vanced
Youtube Vancedঃ যা আপনার ইউটিউবে চালু করা ভিডিও গানটি মিনিমাইজ হওয়ার পরও চালু রাখে, হোক সেটি স্ক্রিন লাইট অফ হওয়ার পরও। অথাৎ, আপনি গান শুনার সময় যদি ইউটিউব অ্যাপস থেকে বের ও হয়ে যান এবং অন্য কাজ করেন ফোনে তাহলেও এটি ইফেক্ট করবে না আপনার চালু কৃত ভিডিওর ওপরে। সেটি তখনো ব্যাকগ্রাউন্ডে চলমান থাকবে। এবং আপনি অডিও আকারেও গানটি বা ভিডিওটি শুনতে পারবেন।
এটি নিঃসন্দেহে একটি সেরা অ্যাপ আপনারা ডাউনলোড করে চাইলে লগইন করে চালাতে পারেন সহজে।
Free Music For Youtube Stream
Free Music For Youtube Streamঃ এটি একটি সেরা থার্ডপার্টি এপ্লিকেশন যা আপনাকে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও গুলো প্লে করতে দেয়। আপনি হোক সেটি গান শুনছেন, কিংবা ওয়াজ বা কোন টিউটোরিয়াল শুনছেন। আপনি ব্যাকগ্রাউন্ড মিনিমাইজ করেও শুনতে পারবেন।
এখানে একটি পপ আপ আছে যার মাধ্যমে আপনাকে সর্বদা ইউটিউবে ভিডিও দেখার জন্য ইউটিউবে থাকতে হবে না। আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন। এবং ব্যাটারি সেভিং মোড রয়েছে এই অ্যাপে।যা সত্যি দুর্দান্ত। ব্যাবহার করেউপভোগ করুন।
আজ এ পর্যন্ত। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।অসংখ্য ধন্যবাদ।
আরও দেখুন :