ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি?

প্রিয় পাঠক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গ্ণিতের জ্যামিতি অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে।৩য়-৪র্থ শ্রেনী থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গুগলে এই প্রশ্নটি লিখে অনেকবার সার্চ হয়েছে। প্রশ্নটি হলো ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কি কি? তাই আর দেরি না করে চলুন জেনে নিই ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কি কি?
ত্রিভুজ কাকে বলে?
তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের বাহু বলে। আর এই ত্রিভুজ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
ইউক্লিডিও জ্যামিতি অনুযায়ী, একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দ্বারা একটি ও কেবল একটি ত্রিভুজ অঙ্কন করা যায়। অন্যভাবে বললে, যে বহুভুজের কেবল তিনটি বাহু ও তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু বলতে বোঝায়, এর যেকোনো দুইটি বাহু পরস্পর যে বিন্দুতে মিলিত হয়। আবার বাহুর সংখ্যা বিবেচনায়, ত্রিভুজই সর্বনিম্ন বহুভুজ অর্থাৎ, এমন কোনো বহুভুজ নেই যার বাহুর সংখ্যা তিন এর কম। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
আরও পড়ুনঃ
- কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি?
- তল কাকে বলে ? তল কত প্রকার ও কি কি? চিত্র সহ বর্ণনা
- বল কাকে বলে? কত প্রকার ও কি কি?
- শক্তি কাকে বলে? শক্তির প্রকারভেদ।
ত্রিভুজ কত প্রকার ও কি কি?
‘ ত্রি ‘ অর্থ তিন এবং ‘ ভুজ ‘ অর্থ বাহু । সুতারং ‘ ত্রিভুজ ‘ অর্থ তিন বাহু । কিন্তু তিন বাহু থাকলেই কোন ক্ষেত্র ত্রিভুজ হয় না । ত্রিভুজ হতে গেলে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্র হতে হবে । সুতারং তিনটি রেখা বা বাহু দ্বারা আবদ্ধ চিত্র বা ক্ষেত্র কে ত্রিভুজ বা ত্রিভুজ ক্ষেত্র বলে । ইংরেজীতে ত্রিভুজ কে Triangle বলে ।
কোণভেদে ত্রিভুজ তিন প্রকার যথা:-
(ক) সমকোণী ত্রিভুজ
(খ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
(গ) স্থূলকোণী ত্রিভুজ
বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার যথা:-
(ক) সমবাহু ত্রিভুজ
(খ) সমদ্বিবাহু ত্রিভুজ
(গ) বিষমবাহু ত্রিভুজ
গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।