Name

সুমাইয়া নামের অর্থ কি? জেনে নিন (আরবী, বাংলা ও ইংরেজি অর্থ )

সুমাইয়া নামটি বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয় একটি নাম। সুমাইয়া নামের অসাধারণ আভিধানিক অর্থের কারণে জনপ্রিয়তা অনেক লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমানে প্রতিটি ফ্রেন্ডসার্কেলে আপনি সুমাইয়া নামের কাউকে না কাউকে পেয়েই থাকবেন। এমনকি আপনি একটি গ্রামে কম করে হলেও ৫ থেকে ৭ জন সুমাইয়া নামের মেয়ে পাবেন। এই নামটি গ্ৰামের থেকে শহরে আরো অধিক প্রচলিত। বর্তমানে আমরা প্রায় সবাই এই সুন্দর নামটির সাথে পরিচিত কিন্তু অনেকেই আমরা জানি না যে সুমাইয়া নামের অর্থ কি? সুমাইয়া নামের বাংলা আভিধানিক অর্থ কি?

সুমাইয়া নামের অর্থ কি

প্রিয় বন্ধুরা আজকে আমি একটি Article নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এই Article এর মাধ্যমে আপনারা জানতে পারবেন সুমাইয়া নামের অর্থ কি? সুমাইয়া কি আরবি শব্দ? সুমাইয়া কি ইসলামিক নাম? সুমাইয়া নাম এতো জনপ্রিয়তা পেল কেন?

ইনশাআল্লাহ এই Article টি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পরলে আপনি সুমাইয়া নামের বাংলা অর্থ সহ সুমাইয়া নামের আরো অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। সুমাইয়া নামের A-Z তথ্য পেতে এই Article টি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন। আশা করি আপনাদের ভালো লাগবে।

সুমাইয়া নামের আরবী অর্থ

সুমাইয়া হলো একটি আরবি শব্দ। সুমাইয়া ( ﺳﻤﻴﺔ ) শব্দটি আসমা ( ﺍﺳﻤﺎﺀ ), সামা ( ﺳﻤﺎﺀ ) অথবা সিমাহ ( ﺳﻤﺔ ) শব্দের ইসমে মুসাগগার ( ﺍﺳﻢ ﻣﺼﻐﺮ ) তথা ক্ষুদ্রত্ববাচক বিশেষ্য। আর আসমা ( ﺍﺳﻤﺎﺀ ) ইসম ( ﺍﺳﻢ) এর বহুবচন। ইসম অর্থ নাম, সুনাম ইত্যাদি। সামা’ ( ﺳﻤﺎﺀ ) অর্থ উন্নত, উচ্চ। আর সিমাহ ( ﺳﻤﺔ ) অর্থ স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শন।

সুতরাং সুমাইয়া নামের বাংলা অর্থ হবে সুনাম, সুখ্যাতি অথবা সুউচ্চ, সমুন্নত কিংবা স্বতন্ত্র চিহ্ন বা নিদর্শনের অধিকারী।
(-তাজুল আরুস ১/৮৪৩৯, আলমু’জামুল ওয়াসীত ৪৫২)

সুনাম, সুউচ্চ, সমুন্নত,সুখ্যাতি কিংবা স্বতন্ত্র চিহ্ন বা র অধিকারী ছাড়াও এই সুমাইয়া নামের অর্থ হিসেবে আরও দুইটি শব্দ বহুল ব্যবহৃত হয়। বহুল ব্যবহৃত শব্দটি হল: খাঁটি বা নির্ভেজাল।

আরও দেখুনঃ 

বাংলায় সুমাইয়া নামের অর্থ কি?

সুমাইয়া নামের বাংলায় অর্থ সহজ ভাষায় বললে “সুনাম,সুখ্যাতি অথবা সুউচ্চ”.। এই মেয়ে শিশুর নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে। নামের অর্থটি ভাল এবং পিতামাতারা তাদের নবজাত কন্যার নাম সুমাইয়া রাখতে পারেন।

সুমাইয়া কি ইসলামিক নাম?

হ্যা। সুমাইয়া নামটি আরবি ভাষা থেকে এসেছে। মূলত এই নামটি ইসলামিক নাম।

সুমাইয়া নামের সাথে যুক্ত কিছু নাম

মা-বাবা অথবা আত্নীয়-স্বজন অনেক শখ করে তাদের সন্তানের ডাক নাম সুমাইয়া রাখেন। যেখানে অনেকর মূল নামটিই সুমাইয়া দিয়ে শুরু হয়ে থাকে। এখানে কিছু নাম দেওয়া হলো ইনশাআল্লাহ আপনার পছন্দ হতে পারে।

সুমাইয়া সুলতানা
সুমাইয়া খাতুন
সুমাইয়া আহমেদ
সুমাইয়া সরকার
সুমাইয়া রহমান
সুমাইয়া খান
সুমাইয়া মিম
সুমাইয়া পারভিন
আফিয়া সুমাইয়া
সুমাইয়া সাদিয়া
উম্মে আক্তার সুমাইয়া
সুমাইয়া মাহতাব
সুমাইয়া হক
সুমাইয়া নাওয়ার
সুমাইয়া খালিদ সুমা

প্রিয় বন্ধুরা, আমরা আশা করি আপনারা সুমাইয়া নামের অর্থ কি বুঝতে পেরেছেন। আমরা সর্বদা আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি।  সুমাইয়া নামের অর্থ সম্পর্কে আপনার যদি কোন কিছু জানার থাকে তবে আপনি অবশ্যই নিচে Comment box আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান।

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close