বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং বিদ্যমান মৌল তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার

প্রাণঘাতী করোনাভাইরাস এর অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে এসএসসি ২০২৩ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ২৩ আগস্ট ২০২৩ অধিদপ্তরের ওয়েবসাইটে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ।
অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত ১৬ আগস্ট ২০২৩ এসএসসি ২০২৩ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে যার ধারাবাহিকতায় ২৩ আগস্ট ষষ্ঠ সপ্তাহের নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ প্রদান করা হয়।
এসএসসি ২০২৩ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে প্রণীত সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, জীববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা, উচ্চতর গণিত পাঠ্য বই সমূহ থেকে ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে আগামী ২৪ আগস্ট ২০২৩ থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট সমূহ সংগ্রহ করবে এবং ২৯ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অ্যাসাইনমেন্ট লেখার গাইডলাইন অনুসরণ করে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।
এসএসসি ২০২৩ সালের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণুসমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং বিদ্যমান মৌল তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সংক্রান্ত একটি আর্টিকেল নিয়ে এলাম। আশা করছি এটি অনুসরণের মাধ্যমে তোমরা ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ষষ্ঠ সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট সমাধান খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে।
এসএসসি ২০২৩ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন
অ্যাসাইনমেন্ট :
বিভিন্ন যৌগ পর্যালােচনা করে পরমাণুসমূহের যােজনী, পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী এবং যৌগগুলাের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আসােটোপের ব্যবহার
হাইড্রোজেন পরমাণুর যােজনী ১ (এক) হিসেবে নিম্নলিখিত যৌগসমূহকে পর্যালােচনা করে অন্যান্য পরমাণুসমূহের যােজনী, পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী এবং যৌগগুলাের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আসােটোপের ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন।
H2O, CO2, CCl4, PCl5, PCl3, PI5, SO2, SO3
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
- ক) ৮ টি যৌগে পরমাণুসমূহের যােজনী হিসাব করতে হবে;
- খ) পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী হিসাব করতে হবে;
- গ) পরিবর্তনশীল যােজনী ক্ষেত্রে বড় যােজনীকে সর্বোচ্চ যােজনী বিবেচনা করতে হবে;
- ঘ) তেজস্ক্রিয় আইসােটোপের ব্যবহার লিখতে হবে;
এসএসসি ২০২৩ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন উত্তর
বন্ধুরা এ ছিল তোমাদের এসএসসি ২০২৩ ষষ্ঠ সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট উত্তর বিভিন্ন যৌগ পর্যালােচনা করে পরমাণুসমূহের যােজনী, পরিবর্তনশীল যােজনী ও সুপ্ত যােজনী এবং যৌগগুলাের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আসােটোপের ব্যবহার।
আরও দেখুন: