Assignment
প্যাসকেলের সূত্রটি বিবৃত করো।

নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের পুনরায় পদার্থবিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি যে পদার্থবিজ্ঞান বিষয়টি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি জটিল বিষয় নাম। তাই ছাত্রছাত্রীরা যখনই পদার্থবিজ্ঞান বিষয়টির নাম শুনে তখন শিহরিত হয়ে যায়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট এর পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। যেটার সমাধান ছাত্রছাত্রীরা।ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ এর সৃজনশীল প্রশ্নের উত্তর।
প্যাসকেলের সূত্রটি বিবৃত করা হলো
প্যাসকেলের সূত্রঃ- আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা : বলবৃদ্ধিকরণ নীতি
আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুন বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে বলও তত বেশি অনুভুত হবে।