Assignment

কাল্পনিক তিনটি (মূলধন আনায়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত) লেনদেন লেখ এবং হিসাব খাত উল্লেখ করে একটি হিসাব সমীকরণের প্রভাব একটি উপস্থাপন করো।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি নবম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৩ হিসাব বিজ্ঞান এর উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে- কাল্পনিক তিনটি লেনদেন এর হিসাবখাত ও হিসাব সমীকরণের প্রভাব উপস্থাপন।

৯ম শ্রেণি ৯ম সপ্তাহের  হিসাব বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ২০২৩

নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট দেয়া হয়েছে নবম শ্রেণির নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। হিসাববিজ্ঞান প্রথম এসাইনমেন্ট দেয়া হয়েছিল নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের নির্ধারিত কাজে।

হিসাববিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন থেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত নবম শ্রেণীর সিলেবাসের আলোকে শিক্ষার্থীরা অধ্যয়ন করার পর এই নির্ধারিত কাজটি সম্পন্ন করবে।

আপনি পছন্দ করতে পারেন-

নিচে নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের হিসাববিজ্ঞানের দ্বিতীয় এসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো এবং অ্যাসাইনমেন্ট সমাধান সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া হলো।

 

class-9-hisabbigan-9th

শ্রেণী: নবম, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: হিসাব বিজ্ঞান, এসাইনমেন্ট নং-২

অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়ঃ লেনদেন, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর ও বিষয়বস্তুঃ লেনদেনের ধারণা, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, লেনদেন চিহ্নিতকরণ, হিসাব সমীকরণ, ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এ সংক্রান্ত দলিলপত্রাদি।

class 9 assignment 9 th weak pdf dowmload

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

১. কাল্পনিক তিনটি (মূলধন আনায়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত) লেনদেন লেখ এবং হিসাব খাত উল্লেখ করে একটি হিসাব সমীকরণের প্রভাব একটি উপস্থাপন করো।

২. তোমার পরিবারের পাঁচটি লেনদেন ও পাঁচটি লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করো।

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনাঃ

ক. পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া।

খ. প্রয়োজন হলে মোবাইল বাবার মিডিয়ার মাধ্যমে বিষয়ে শিক্ষক এর শরণাপন্ন হওয়া।

গ. পিতা-মাতার সহায়তা নেয়া।

ঘ. ইন্টারনেট এর মাধ্যমে গুগোল ও ইউটিউব এর সহায়তা নেয়া,

ঙ. সম্ভব হলে একাদশ-দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের সহায়তা নেয়া যেতে পারে।

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা সমূহ অনুসরণ করে তোমাদের জন্য হিসাববিজ্ঞান দ্বিতীয় এসাইনমেন্ট এর একটি বাছাই করা নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো।

নবম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৩ হিসাব বিজ্ঞান এর উত্তর

 

কাল্পনিক তিনটি লেনদেন নিচে লেখা হলো-

১. নগদে ১০০০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো

২. নগদে আসবাবপত্র ক্রয় করেন  ৫০০০০ টাকা

৩. অফিস কর্মচারীদের বেতন প্রদান করেন ১০০০০ টাকা।

উপরিউক্ত লেনদেনের হিসাব খাতগুলো নিচে দেখানো হলো-

ক্রমিক নং হিসাবের খাত সমীকরণের প্রভাব, A=(L+E)
১. নগদান হি: → ডে:

মূলধন হি: → ক্রে:

A (সম্পদ) – বৃদ্ধি

E (মালিকানাসত্ব ) – বৃদ্ধি

২. আসবাবপত্র হি: → ডে:

নগদান হি: → ক্রে:

A (সম্পদ) – বৃদ্ধি

A (সম্পদ) – হ্রাস

৩. বেতন হি: → ডে:

নগদান হি: → ক্রে:

E (মালিকানাসত্ব ) – হ্রাস

A (সম্পদ) – হ্রাস

হিসাব খাত থেকে সমীকরণের প্রভাব উপস্থাপন করা হল-

ক্রমিক নং A = L + E মন্তব্য
নগদান আসবাবপত্র বেতন মূলধন
১. ১০০০০০ = + ১০০০০ মূলধন

আনয়ন

২. ৫০০০০ ৫০০০০ = + আসবাবপত্র ক্রয়
৩. ১০০০০ = + ১০০০০ বেতন খরচ
মোট ৪০০০০ ৫০০০০ = + ১০০০০ ১০০০০
উদ্বৃত্ত্ব ৯০০০০ = + ৯০০০০  

 

সুতরাং, সমীকরণের মাধ্যমে A=(L+E)

[প্রমাণিত]

আমার পরিবারের লেনদেনগুলোর মধ্যে যে সকল ঘটনা লেনদেন এবং যে সকল ঘটনা লেনদেন নয়, তা নিম্নে দেখানো হলো

ক্রমিক নং বিবরণ লেনদেন কি, না
১. পরিবারের সদস্যদের জন্য খাদ্যসামগ্রী ক্রয় ১০০০০ টাকা লেনদেন
২. মাসিক বাড়িভাড়া প্রদান ৫০০০ টাকা লেনদেন
৩. পরিবারের সদস্যদের মাধ্যমে আয় বছরে ১০০০০০ টাকা লেনদেন
৪. ব্যক্তিগত মটরসাইকেল বিক্রি করে নগদে মূলধন সংগ্রহ ১০০০০০ টাকা লেনদেন
৫. নিজেদের শো-রুম থেকে টেলিভিশন ক্রয় ২৫০০০ টাকা লেনদেন
৬. ব্যক্তিগত টাকা থেকে ছোট ভাইয়ের স্কুলের বেতন পরিশোধ ১৫০০ টাকা লেনদেন নয়
৭. পরিবারের সকলের সম্মতিতে প্রতিমাসে ১৫০০০ টাকা করে ব্যাংকে জমার সিদ্ধান্ত গ্রহণ লেনদেন নয়
৮. বসবাসের জন্য বাড়ি নির্মাণের বাজেট করা হলো ১০০০০০ টাকা লেনদেন নয়
৯. পরিবারের সকলের জন্য কাপড়-চোপড় ক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছে ৫০০০০ টাকা লেনদেন নয়
১০. প্রতি বছর পরিবারের সদস্যদের জাকাত বাবদ ব্যয় ১০০০০০ টাকা লেনদেন নয়

আরো দেখুন-

৯ম শ্রেণি ৯ম সপ্তাহের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৩

গুচ্ছ (gst) ভর্তি পরীক্ষার রেজাল্ট 2024| সকল ইউনিট পিডিএফ ডাউনলোড করুন।

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close