ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী

এইচএসসি ২০২২ শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছে তোমাদের কাঙ্খিত এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান- ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী। আমরা এইচএসসি পরীক্ষা ২০২২ এর পদার্থ বিজ্ঞান ২য় পত্র এসাইনমেন্টের দেওয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রশ্নে উল্লেখিত নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়।
এই আলোচনা সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে তোমরা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সপ্তম সপ্তাহের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত পদার্থবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান/ উত্তর খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারবে।
এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট: ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী
(ক) একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্ত তড়িৎ চালক বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানাে হলাে। ধারকটির ধারকত্ব C ও প্রতিটি পাতের ক্ষেত্রফল A হলে প্রতিটি পাতে কত মানের চার্জ জমা হবে? (খ) এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে?
(গ) ধারকে সঞ্চিত শক্তির মান কত?
(ঘ) তােমার দেওয়া (খ) ও (গ) এর উত্তর ভিন্ন হলে, এর কারণ ব্যাখ্যা করাে। যদি ভিন্ন না হয়, তবে তাও ব্যাখ্যা করাে।
(ঙ) চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলাে এবং পাতদ্বয়ের মাঝের দুরত্ব দ্বিগুণ করা হলাে। ধারকটির পাতদ্বয়ের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত ?
(চ) শেষােক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে ?
(ছ) এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করাে। একটি স্প্রিংয়ের প্রসারণ এর সাথে তুলনা করে তােমার উত্তরের যথার্থতা ব্যাখ্যা করাে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি): স্থির তড়িৎ অধ্যায়
এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান
আরও দেখুন: