Assignment

এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

দেশের সকল সরকারি বেসরকারি কলেজ সমূহের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৯ আগস্ট ২০২৩ এইচএসসি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী সপ্তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি সহ যাবতীয় তথ্য প্রকাশিত হয়।

পাঠকদের জন্য ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের এসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহের প্রশ্ন,  অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা এবং মূল্যায়ন রুবিক সমূহ সহ প্রত্যেকটি বিভাগের নির্ধারিত বিষয় সমূহের পিডিএফ প্রকাশ করা হলো।

এখান থেকে সকল শিক্ষা বোর্ডের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সপ্তম সপ্তাহের নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট উন্নত কোয়ালিটির পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং উত্তরসমূহ লেখার নির্দেশনা সমূহ দেখতে পাবে।

এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি

সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহ প্রকাশ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ২৯ আগস্ট ২০২৩ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নিচের ছবিতে সপ্তম সপ্তাহে নির্ধারিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার অর্থাৎ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমূহ বিস্তারিত উল্লেখ করা হলো

এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য ৭ম সপ্তাহের ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট, মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে; যা এতসঙ্গে প্রেরণ করা হলাে।

৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ৩১ আগস্ট, ২০২৩ খ্রি. মঙ্গলবার থেকে শুরু হবে।

কোভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনপূর্বক বর্ণিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের ইংরেজি ১ম পত্র অ্যাসাইনমেন্ট

HSC-7-ENG

Level: HSC 2024; Groups: Science, Humanities & Business Studies; Subject: English 1st paper, Subject cod: 107; Total No. 16; Assignment No. 03 

Assignment title : Writing a Speech

Topic & Learning outcome:

Unit -3 (Dream) Learners will be able to – write formal, informal, academic, professional and other genres of texts e.g. descriptive, narrative, argumentative (writing);

Steps/instructions/scope:

Suppose you want to be elected as a mayor in your locality. Prepare a written speech for presenting it before your voters

Write 250 words To develop the assignment, use the following points:

a. Introduce yourself as a candidate.

b. Narrate your experience, dedication, and skills

c. Write what your plans are for the development of the area including health, education, environment, communication issues if elected.

d. Put down some arguments in favor of your candidature

e. Closing statements requesting the readers to elect you.

এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট

HSC-22-7-phy

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২, বিভাগ: বিজ্ঞান; বিষয়: পদার্থ বিজ্ঞান ২য় পত্র, বিষয় কোড: ১৭৫; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; স্থির তড়িৎ

অ্যাসাইনমেন্ট: ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী

(ক) একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্ত তড়িৎ চালক বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানাে হলাে। ধারকটির ধারকত্ব C ও প্রতিটি পাতের ক্ষেত্রফল A হলে প্রতিটি পাতে কত মানের চার্জ জমা হবে? (খ) এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে?

(গ) ধারকে সঞ্চিত শক্তির মান কত?

(ঘ) তােমার দেওয়া (খ) ও (গ) এর উত্তর ভিন্ন হলে, এর কারণ ব্যাখ্যা করাে। যদি ভিন্ন না হয়, তবে তাও ব্যাখ্যা করাে।

(ঙ) চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলাে এবং পাতদ্বয়ের মাঝের দুরত্ব দ্বিগুণ করা হলাে। ধারকটির পাতদ্বয়ের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত ?

(চ) শেষােক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চিত আছে ?

(ছ) এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করাে। একটি স্প্রিংয়ের প্রসারণ এর সাথে তুলনা করে তােমার উত্তরের যথার্থতা ব্যাখ্যা করাে।

শিখনফল/বিষয়বস্তু:

ক. ধারক ও ধারকত্ব ব্যাখ্যা করতে পারবে।

খ. ধারকের শক্তি পরিমাপ করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

স্থির তড়িৎ অধ্যায়

এইচএসসি ২০২২ সপ্তম সপ্তাহের অর্থনীতি ২য় পত্র অ্যাসাইনমেন্ট

HSC-22-7-Eco

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২, বিভাগ: মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: অর্থনীতি ২য় পত্র, বিষয় কোড: ১১০; মোট নম্বর: ১২, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়; বাংলাদেশের শিল্প।

অ্যাসাইনমেন্ট: বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণিবিন্যাস কর। দ্রুত শিল্পোন্নয়নে কোন ধরণের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত মতামত দাও।

শিখনফল/বিষয়বস্তু:

ক. বাংলাদেশের শিল্পের শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করতে পারবে।

খ. রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুত করতে পারবে।

গ. সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে।

ঘ. শিল্পোন্নয়নের সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. শিল্পের শ্রেণিবিন্যাস।

২. রপ্তানিমুখী শিল্প।

৩. সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্পোন্নয়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ।

এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুবিধার্থে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমূহ পিডিএফ আকারে দেওয়া হল। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার কাঙ্খিত সপ্তম সপ্তাহে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট গুলো ডাউনলোড করে নিন।

পিডিএফ ডাউনলোড

 

আরও দেখুন :

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close