Assignment

কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো।

৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের এসাইনমেন্টে পদার্থ বিজ্ঞানের সাথে জীবন বিজ্ঞান বিষয়ের একটি নির্ধারিত রয়েছে। এর আগে দ্বিতীয় সপ্তাহে জীব বিজ্ঞান বিষয় থেকে প্রথম এসাইনমেন্ট জীবজগতের পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ দেয়া হয়েছিল।

আপনি পছন্দ করতে পারেন-

৯ম শ্রেণি ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৩ জীব বিজ্ঞান

নবম সপ্তাহে নবম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু থেকে।

২০২৩ শিক্ষার্বষের ৯ম সপ্তাহে নবম শ্রেণির জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু থেকে।

class 9 assignment 9 th weak pdf download

অধ্যায় ও শিরোনামঃ দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ জীব কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ, উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু, অঙ্গ ও তন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র।

অ্যাসাইনমেন্টঃ কাগজ, সুতা এবং রং ব্যবহার করে একটি আদর্শ উদ্ভিদ কোষের মডেল প্রস্তুত করো।

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা:

১. ১৮ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১২ ইঞ্চি প্রস্থের শক্ত সাদা কাগজ ব্যবহার করবে। ২. সহজলভ্য এবং রং ব্যবহার করে কাজটি করবে। ৩. অঙগানুসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। ৪. নিজ পাঠ্য পুস্তকসহ প্রয়োজনে উপরের বা নিচের শ্রেণির পাঠ্যপুস্তক এর সাহায্য নেয়া যেতে পারে। ৫. পচনশীল কোন বস্তু ব্যবহার করা যাবে না।

৯ম শ্রেণি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২৩ জীববিজ্ঞানের উত্তর

 

203926686-228646375758658-2979219214949512570-n

203396824-228646409091988-1850725260066806483-n

উদ্ভিদকোষ ও প্রাণিকোষের মধ্যে প্রথম যে পার্থক্যটা চোখে পড়ে তা হল- উদ্ভিদকোষ বাইরে জড় কোষপ্রাচীর(cell wall) ও তার নিচে অবস্থিত সজীব প্লাজমামেমব্রেন নামক দুটি পর্দা পরিবেষ্টিত বা ঘেরা থাকে। কিন্তু প্রাণিকোষে কোন কোষপ্রাচীর থাকেনা। কোষ শুধু একটি সজীব প্লাজমামেমব্রেন দিয়ে আবৃত থাকে।

উদ্ভিদকোষে প্লাষ্টিড থাকে, আর প্লাষ্টিডের ভিতর থাকে ক্লোরোপ্লাস্ট থাকে। প্রাণিকোষে প্লাষ্টিড থাকেনা তাই ক্লোরোপ্লাস্ট ও থাকেনা।

উদ্ভিদকোষের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকনিকা থাকায় এরা সবুজ এবং এবং এই কণিকার সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। কিন্তু প্রাণিকোষে প্লাষ্টিড নেই তাই ক্লোরোফিল নেই। সুতরাং এরা অসবুজ এবং সালোকসংশ্লেষন ঘটায় না।

উদ্ভিদকোষে সাধারনত কোষগহবর বড় থাকে, ফলে নিউক্লিয়াস আর কেন্দ্রে অবস্থান না করে সাইটোপ্লাজমের একপাশে অবস্থান করর। কিন্তু প্রাণিকোষে গহ্বর থাকেনা বা থাকলেও ছোট, তাই নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ঠিক কেন্দ্রে অবস্থান করে।

উদ্ভিদকোষে গলগি বস্তু অপেক্ষাকৃত ছোট, তাই দৃষ্টিগোচর হয়না। প্রাণিকোষে দৃশ্যমান বৃহৎ আকৃতির গলগি বস্তু থাকে।

অন্যান্য পার্থক্য:

  • উদ্ভিদকোষে জড় কোষপ্রাচীর থাকায় কোষের আকার পরিবর্তন
    হয়না। প্রাণিকোষে কোষপ্রাচীর থাকেনা বলে কোষের আকার পরিবর্তিত হয়।
  • কোষবিভাজনের সময় উদ্ভিদকোষে এষ্টার-রে সৃষ্টি হয়না। প্রানিকোষে সৃষ্টি হয়।
  • সাইটোকাইনেসিসের সময় উদ্ভিদকোষের মাঝখানে কোষপ্লেট সৃষ্টি হয়।
  • প্রাণিকোষের ক্ষেত্রে প্লাজমামেমব্রেন গর্তের ন্যায় ভিতরের দিকে ঢুকে যায় এবং একত্রে মিলিত হলে কোষটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
  • উদ্ভিদকোষে খাদ্য starch বা শেতসার হিসেবে জমা হয়। আর প্রাণিকোষে খাদ্য গ্লাইকোজেন (glycogen) হিসেবে জমা হয়।

এই ছিল কাগজ সুতা এবং রঙ ব্যবহার করে আদর্শ উদ্ভিদ কোষের মডেল।

আরো দেখুন-

  1. অর্থায়নের নীতি, কোন প্রতিষ্ঠানে কোন নীতির ব্যত্যয় ঘটেছে তার পূর্ণাঙ্গ বর্ণনা ও আর্থিক ব্যবস্থাপনার জন্য যথাযথ সুপারিশ
  2. কাল্পনিক তিনটি (মূলধন আনায়ন সংক্রান্ত, সম্পত্তি ক্রয় সংক্রান্ত, খরচ প্রদান সংক্রান্ত) লেনদেন লেখ এবং হিসাব খাত উল্লেখ করে একটি হিসাব সমীকরণের প্রভাব একটি উপস্থাপন করো।
  3. ‘রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান’ এই শিরোনামে নিম্নের সংকেত অনুসরণ করে সর্বোচ্চ ৩০০ শব্দের একটি প্রবন্ধ লিখ।
Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close