এইচএসসি ২০২৩ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত | সকল বিভাগ পিডিএফ ডাউনলোড

প্রাণঘাতী করোনাভাইরাস এর অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে এসএসসি ২০২৩ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ২৪ আগস্ট ২০২৩ অধিদপ্তরের ওয়েবসাইটে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ;
অ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান। নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ প্রদান করা হয়;
এইচএসসি ২০২৩ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে অ্যাসাইনমন্টে প্রকাশ করছে কতৃপক্ষ।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৫ম সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন ও গুচ্ছ-৩ এর রসায়ন/অর্থনীতি/পৌরনীতি ও শাসন/যুক্তিবিদ্যা/হিসাববিজ্ঞান/খাদ্য ও পুষ্টি/উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট অঞ্চলের পরিচালক বরাবর প্রেরণ করা হলাে। এ কার্যক্রম ২৪-০৮-২০২৩ খ্রি. থেকে শুরু হবে।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টসমূহ প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ এর সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে। বিষয়টি অতীব জরুরি। সংযুক্তি : ১. অ্যাসাইনমেন্ট গ্রীড ২. অ্যাসাইনমেন্টসমূহ(৫ম সপ্তাহের জন্য ১৬টি) নির্ধারণ করা হয়;
এইচএসসি ২০২৩ পঞ্চম রসায়ন ২য় পত্র অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২৩, বিভাগ: বিজ্ঞান; বিষয়: রসায়ন, বিষয় কোড: ১৭৭; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-দ্বিতীয়; জৈব রসায়ন;
অ্যাসাইনমেন্ট;
জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারােমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া;
শিখনফল/বিষয়বস্তু;
১। জৈব যৌগের বিভিন্ন প্রকার বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে (বন্ধন বিভাজন, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, ইলেকট্রনাকর্ষী বিকরারক, কেন্দ্রাকর্ষী বিকারক এর ব্যাখ্যাসহ);
২। অ্যারােমেটিক যৌগের প্রস্তুতি (বেনজিন, টলুইন), অ্যারােমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য অ্যারােমেটিসিটি ব্যাখ্যা করতে পারবে;
৩। অ্যারােমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন ব্যাখ্যা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি);
ক) জৈব যৌগের বন্ধনের বিভিন্ন বিভাজন এবং উৎপন্ন মূলকসমূহের স্থিতিশীলতা ব্যাখ্যা;
খ) বেনজিন ও টলুইন প্রস্তুতি;
গ) অ্যারােমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা;
ঘ) বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়ার ওরিয়েন্টেশন ব্যাখ্যা;
এইচএসসি ২০২৩ পঞ্চম হিসাব বিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২৩, বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: হিসাব বিজ্ঞান ২য় পত্র, বিষয় কোড: ২৫৪; মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-চতুর্থ; যৌথ মূলধনী কোম্পানির মূলধন;
অ্যাসাইনমেন্ট;
যৌথমূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাবরক্ষণ সহায়ক তথ্য:
পদ্মা লিমিটেড, মেঘনা লিমিটেড ও যমুনা লিমিটেড ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত তিনটি পৃথক কোম্পানি। প্রতিটি কোম্পানির অনুমােদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত;
পদ্মা লিমিটেড অনুমােদিত মূলধনের ৪০% সমহারে,
মেঘনা লিমিটেড ২ টাকা অধিহারে অনুমােদিত মূলধনের ৫০% এবং
যমুনা লিমিটেড ১ টাকা অবহারে অনুমােদিত মূলধনের ৩০% ইস্যু করলাে;
প্রতিটি কোম্পানি ইস্যুকৃত শেয়ারের বিপরীতে ২০% অতিরিক্ত আবেদন পেল;
প্রতিটি কোম্পানি যথারীতি ইস্যুকৃত শেয়ারগুলাে আবেদনকারীদের মধ্যে বন্টন করলাে এবং অতিরিক্ত আবেদনের টাকা যাদেরকে শেয়ার দেওয়া সম্ভব হয়নি তাদেরকে ফেরত দেওয়া হলাে;
যমুনা লিমিটেড ভূমি ও দালানকোঠা ক্রয়ের বিপরীতে অনুমােদিত মূলধনের ২০% ইস্যু করলাে;
শিখনফল/ বিষয়বস্তু;
ক) যৌথমূলধনী কোম্পনির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;
খ) যৌথমূলধনী কোম্পানির শেয়ার, স্টক এবং ঋণপত্রের মধ্যকার পার্থক্য নিরূপন করতে পারবে;
গ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যুর সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্ত করতে এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/ পরিধি);
ক) শেয়ার ও স্টকের পার্থক্য নিরূপন;
খ) সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন হিসাবভুক্তকরণ;
গ) শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন খতিয়ানভূক্তকরণ এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ;
এইচএসসি ২০২৩ পঞ্চম সমাজবিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২৩, বিভাগ: মানবিক; বিষয়: সমাজবিজ্ঞান ১ম পত্র, বিষয় কোড: ১১৭; মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়-চতুর্থ; সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়;
অ্যাসাইনমেন্ট; সমাজজীবনে সমাজকাঠামাে, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা;
শিখনফল/ বিষয়বস্তু;
ক) সমাজকাঠামাে এবং সামাজিক স্তরবিন্যাসের ধারণা, বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে;
খ) সামাজিক নিয়ন্ত্রণের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
গ) সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ বর্ণনা করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি);
ক) সমাজকাঠামাের ধারণা ও উপাদান ব্যাখ্যা করতে হবে;
খ) সামাজিক স্তরবিন্যাস ব্যাখ্যা করতে হবে;
গ) সমাজকাঠামাে এবং সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে হবে;
ঘ) সামাজিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে হবে;
ঙ) সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ বর্ণনা করতে হবে;
এইচএসসি ২০২৩ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
নিচে দেওয়া কাঙ্খিত বাটনে ক্লিক করে এইচএসসি ২০২৩ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল বিভাগের পিডিএফ ডাউনলোড করে নাও।
পিডিএফ ডাউনলোড