এইচএসসি ২০২২ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

দেশের সরকারি-বেসরকারি কলেজ সমূহে অধ্যায়নরত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের আলোকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে ১৫ আগষ্ট ২০২৩ এইচএসসি ২০২২ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২০২২ সালে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক স্তরের কলেজসমূহে অধ্যায়নরত দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে প্রকাশ করা হয়।
এইচএসসি ২০২২ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট
কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক স্তরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে ১৫ সপ্তাহের এসাইনমেন্ট এর মধ্যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিভিন্ন গুচ্ছ বিষয় থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের সর্বমোট ২০ টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেন কতৃপক্ষ যার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন করে শিক্ষকগণ তথ্য সংরক্ষণ করবেন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে দেওয়া প্রশ্নসমূহের সমাধান করার পারদর্শিতার ওপর নির্ভর করে শিক্ষকগণ শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো অথবা অগ্রগতি প্রয়োজন হিসেবে চিহ্নিত করবেন।
আরও দেখুন:
- বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ
- অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া
HSC 2023 5th Week Assignment
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি বেসরকারি কলেজসমূহের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট এর নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট পাঠকদের জন্য বিস্তারিত উল্লেখ করা হলো।
এখানে পঞ্চম সপ্তাহে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা, প্রতিটি বিষয়ের আলাদা আলাদা মূল্যায়ন রুবিক্স প্রকাশ করা হলো।
এইচএসসি পরীক্ষা ২০২২ পঞ্চম সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ১৫ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশের অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পঞ্চম সপ্তাহের এসাইনমেন্ট ১৫ আগস্ট ২০২৩ তারিখে প্রকাশ করেন।
শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিভিন্ন মাধ্যম থেকে এবং পাঠ্যসূচির আলোকে অধ্যায়ন করার পর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট সমাধান করে যথা নিয়মে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিতে হবে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়-
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান কোভিড ১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্ত করা ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্য প্রণীত অ্যাসাইনমেন্টের কার্যক্রম ১৪/০৬/২০২৩খ্রি. থেকে শুরু হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫(পনের) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করেছে।
এরই অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট গ্রীড অনুযায়ী ৫ম সপ্তাহের জন্য গুচ্ছ ৪ এর জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স-ব্যাংকিং ও বিমা, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ ৫ এর উচ্চাঙ্গ সংগীত, উচ্চতর গণিত, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, পালি, সংস্কৃত, কৃষিশিক্ষা, মনােবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস, গার্হস্থ্যবিজ্ঞান, চারু ও কারুকলা, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ বিষয়ের মােট ২০টি (বিশটি) অ্যাসাইনমেন্ট প্রদান করা হলাে।
১৬ আগষ্ট, ২০২৩খ্রি. সােমবার থেকে এ পর্যায়ের কার্যক্রম শুরু হবে।
এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে কোভিড ১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি নির্ধারিত উল্লেখ করা হলো-
এইচএসসি ২০২২ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার্থে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে প্রদান করা হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখার পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করে নিন।
এইচএসসি ২০২২ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন
আরও দেখুন: