Assignment

দাখিল পরীক্ষা ২০২৩ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

দেশের সকল সরকারি বেসরকারি মাধ্যমিক স্তরের মাদরাসাসমূহ থেকে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১০ আগষ্ট ২০২৩ দাখিল পরীক্ষা ২০২৩ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত দাখিল ২০২৩ এর সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাস এর আলোকে ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করে কর্তৃপক্ষ।

দাখিল পরীক্ষা ২০২৩ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক প্রেরিত ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত প্রথম ধাপে ০৪ (চার) সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে;

তৎপ্রেক্ষিতে অ্যাসাইনমেন্ট গ্রিডের নির্দেশনা মােতাবেক ১ম, ২য় ও ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্ট গ্রিড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলােড করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হয়।

পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য সংশােধিত পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্টের সফটকপি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করে;

এমতাবস্থায়, ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB)-এর সর্বশেষ (সূত্রোক্ত ৩) পুনর্বিন্যাসকৃত ও সংশােধিত পাঠ্যসূচি মােতাবেক সাধারণ”, “মুজাব্বিদ” ও “মুজাব্বিদ মাহির” এবং “বিজ্ঞান বিভাগের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট (‘কুরআন মাজিদ ও তাজভিদ’, ‘ইসলামের ইতিহাস’ ‘তাজভিদ নসর ও নজম, ‘তাজভিদ’, ‘পদার্থবিজ্ঞান ও রসায়ন’) প্রেরণ করাসহ সংশ্লিষ্ট সকল মাদ্রাসার ই-মেইলে প্রেরণ করা হলাে। মাদ্রাসা কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমাগ্রহণে শিক্ষার্থীদের সর্বোতপ্রকার সহযােগিতা প্রদান করবেন।

Dakhil-4th-Weeks1

 

উল্লেখ্য সরকার কর্তৃক ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক শিক্ষার্থীরা তাদের সম্পন্নকৃত অ্যাসাইনমেন্ট (সরাসরি/অনলাইনে) শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

দাখিল পরীক্ষা ২০২৩ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

পিডিএফ ডাউনলোড করুন

আরও দেখুন:

 

Tags

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close