৬ষ্ঠ শ্রেণীর গণিত এস্যাইনমেন্ট সমাধান

ষষ্ঠ শ্রেণি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে ছাত্রছাত্রীরা তা পেয়ে গেছে এবারের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর গণিত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা সবাই জানি যে গণিত বিষয়টি একটি জটিল বিষয়।
৬ষ্ঠ শ্রেণীর গণিত এস্যাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-১
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
১ম অধ্যায়:
১. স্বাভাবিক সংখ্যার অংকপাতন
২. দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অংকপাতন।
৩. মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিতকরণ
৪. সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ
৫. ল.সা.গু ও গ.সা.গু নির্ণয়
২য় অধ্যায়:
১. অনুপাতের ধারণা
২. বিভিন্ন প্রকার অনুপাত (সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত)
৩. অনুপাত ও শতকরা হিসাব
৪. অনুপাতকে শতকরায় এবং শতকরাকে অনুপাতে প্রকাশ
নির্দিষ্টকৃত কাজ: এ্যাসাইনমেন্ট
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন/সৃজনশীল প্রশ্ন/অন্যান্য কর্মপত্র:
প্রশ্ন- ০১: ১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা
ক) সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।
খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলাে দ্বারা নিঃশেষে বিভাজ্য?
গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
প্রশ্ন-০৩: দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা হলে,
ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।
খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত কত?
মূল্যায়ন নির্দেশক:
১. ভাজ্য এর সাথে ভাগফল ও ভাগশেষ এর সম্পর্ক নির্ণয় করে সমস্যার সমাধান করতে পারা।
২. সাধারণ ভগ্নাংশ ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারা
৩. অনুপাতের ধারণা ব্যাখ্যা করতে পারা