অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে ব্যবসায় শিক্ষায় শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট হিসেবে অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া সংক্রান্ত একটি কাজ দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা ২০২৩ হিসাব বিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, লেখার নির্দেশনা ও বাছাই করা সেরা নমুনা উত্তর নিয়ে হাজির হলাম।
বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় এসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ঃ অংশীদারি ব্যবসায় হিসাব থেকে;
এইচএসসি পরীক্ষা ২০২৩ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় এসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে।
এইচএসসি পরীক্ষা ২০২৩ হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন পত্র দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করেন শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবেন এবং যথানিয়মে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।
এসাইনমেন্টের সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা অংশীদারি ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা দিতে পারবে, শক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফা নির্ণয় করতে পারবে, অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।
আরো দেখুন-
- ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ
- বৈশিষ্ট্যের ভিত্তিতে কর্ডাটা পর্বের প্রাণীর সমূহের শ্রেণীবিন্যাসকরণ
অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা এবং মূল্যায়ন নির্দেশনা, শিরোনাম নিচের ছবিতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের এসাইনমেন্ট উল্লেখ করা হলো
বিষয়ঃ হিসাব বিজ্ঞান ২য় পত্র, অ্যাসাইনমেন্ট নং-০২, অধ্যায়- দ্বিতীয় (অংশীদারি ব্যবসায় হিসাব)
অ্যাসাইনমেন্টঃ অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া
সহায়ক তথ্য:
আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২৩ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন।
আবদুল প্রতি মাসে ৫০০ টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।
আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে ২,৫০০ টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে ১ এপ্রিল আসাদুল ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন এবং আবুল ১ জুন ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।
আংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযােগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর ৫% হারে কমিশন পাবেন।
আবদুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ ১,১০,০০০ টাকায় উপনীত হয়।
নির্দেশনা (সংকেত ধাপ পরিধি)
ক. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ।
খ. অংশীদারদের মধ্যে লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে।
গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে।
ঘ. অংশীদারদের মুলধন হিসাব প্রস্তুত করতে হবে (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে)
এইচএসসি পরীক্ষা ২০২৩ তৃতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
আরো দেখুন-