Post Code

ভোলা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

ভোলা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড। বরিশালের বিভাগের মধ্যে ভোলা জেলা অনেক নামকরা একটি জেলা। অনেকেই এই জেলার সুনাম করে থাকে। আপনি হয়তো এই জেলার পোস্ট কোড এবং এরিয়া কোড জানতে চাচ্ছেন। কিন্তু কোথাও সঠিক তথ্যটি খুঁজে পাচ্ছেন না।আমরা আপনাদের জন্য ভোলা জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড আমাদের এই পোস্টে প্রকাশিত করেছি। আপনি খুব সহজেই আমাদের এখান থেকে তথ্যটি পেয়ে যাবেন।

আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করি পাঠক কে সঠিক তথ্য দেওয়ার। বর্তমান সময়ে মানুষ পোস্ট অফিস এর সাহায্যে বিভিন্ন কার্যসম্পাদন করছে।আপনি হয়তো আপনার ব্যক্তিগত কারণে অথবা কোম্পানির কোন কারনে পোষ্ট অফিসের সাহায্যে কোন কিছু করতে চাচ্ছেন। তাই আপনার জন্য ভোলা জেলার পোস্ট কোড জানা অনেক গুরুত্বপূর্ণ।

ভোলা জেলার পোস্ট অফিস

বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রতিটি জেলার পোস্ট অফিসকে এখন ডিজিটাল সেবা প্রদান করার ব্যবস্থা করেছে। আপনি পোস্ট অফিসের মাধ্যমে এখন ডিজিটাল সেবা নিতে পারেন।

তাই আপনার উচিত এখনই চলে যান আপনার নিকটস্থ পোস্ট অফিসে।আপনার প্রশ্নটিই তাদের সাথে শেয়ার করতে পারেন। তারা আপনাকে সকল তথ্য দিয়ে সাহায্য করবে। এ জেলার ভিতরে অনেক পোস্ট অফিস আছে। যে পোস্ট অফিস গুলোতে প্রতিনিয়ত মানুষ পোস্ট অফিসের জিনিস আদান প্রদান করে থাকে।

পোস্ট অফিস কোড নাম্বার

অনেকে ইন্টারনেটে জিপ কোড কি জানতে চেয়ে অনুসন্ধান করে। আমি আপনাকে বলব পোস্টাল কোড, পোস্ট কোড এবং জিপ কোড একই জিনিস। এবং প্রতিটি পোস্ট অফিসের জন্য আলাদা আলাদা জিপ কোড থাকে।

আপনি যদি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে জিনিস করুন করতে চান। তাহলে আপনাকে অবশ্যই সেই পোস্ট অফিসের পোস্ট কোড সহ তথ্য জানা থাকা লাগবে। আমাদের এই পোস্ট থেকে ভোলা জেলার সকল পোস্ট অফিসের তথ্য পেয়ে যাবেন।

ভোলা জেলার পোস্ট কোড

যারা এই জেলাতে কোন কিছু করুন করতে চাচ্ছেন। আপনি যদি সেই কাঙ্খিত পোস্ট অফিসের পোস্ট কোড না জানেন। তাহলে আপনি আপনার জিনিসটি সেই পোস্ট অফিসে প্রেরণ করতে পারবেন না। নিচে ভোলা জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড তালিকা আকারে দেওয়া হল।

Bhola District Post Code

জেলা                         থানা                       উপকার্যালয়                  পোস্ট কোড (ডাক সংকেত)

ভোলা                    ভোলা সদর                     ভোলা সদর                                 ৮৩০০

ভোলা                    ভোলা সদর                        জয়নগর                                  ৮৩০১

ভোলা              বোরহানউদ্দিন Upo          বোরহানউদ্দিন Upo                         ৮৩২০

ভোলা              বোরহানউদ্দিন Upo                  Mirzakalu                               ৮৩২১

ভোলা                       চরফ্যাশন                       চরফ্যাশন                                 ৮৩৪০

ভোলা                       চরফ্যাশন                         দুলারহাট                                ৮৩৪১

ভোলা                       চরফ্যাশন                      কেরামতগঞ্জ                              ৮৩৪২

ভোলা                       দৌলতখান                       দৌলতখান                               ৮৩১০

ভোলা                       দৌলতখান                         হাজীপুর                                ৮৩১১

ভোলা                        হাজিরহাট                        হাজিরহাট                               ৮৩৬০

ভোলা                      হাটশশীগঞ্জ                     হাটশশীগঞ্জ                               ৮৩৫০

ভোলা                    লালমোহন Upo                    দৌড়ীহাট                                ৮৩৩১

ভোলা                    লালমোহন Upo                     গজারিয়া                                ৮৩৩২

ভোলা                    লালমোহন Upo                 লালমোহন Upo                          ৮৩৩০

ভোলা জেলার এরিয়া কোড

অনেক কাজে এরিয়া কোড জানার প্রয়োজন পড়ে। আপনি যাতে খুব সহজেই ভোলা জেলার বিভিন্ন জায়গার এরিয়া কোড খুঁজে পান।তার জন্য আমরা আমাদের এই পোস্টে এই জেলার সকল এরিয়া কোড তুলে ধরেছি।তবে কিছু ক্ষেত্রে পোস্ট কোড এবং এরিয়া কোড একই রকম হয়।তবে যেসব ক্ষেত্রে এরকম আলাদা সেই কোডগুলো আমরা আমাদের পোস্টে তুলে ধরেছি।আশাকরি এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কোড টি খুঁজে পাবেন।

পোষ্টটি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।কারণ প্রতিদিন সবাই বিভিন্ন পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চেয়ে ইন্টারনেটে অনুসন্ধান করে। আপনি পোস্ট শেয়ার করলে তারা খুব সহজেই পোস্ট কোড জানতে পারবে। বাংলাদেশের যেকোনো জেলার পোস্ট কোড আমাদের ওয়েবসাইটে পাবেন।

আরো দেখুন :

 

Siam Shihab

Hello, I'm Siam Shihab. I write Content about all Trending News and Information. I'm working on this Website since June 2021. You can Visit my Profile page to read all of my content. Thank You so much to know about me.
Back to top button
Close