৭ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৩ বাংলা এবং কর্ম ও জীবন

এ্যাসাইনমেন্ট প্রকাশের গ্রিড অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৭ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের নির্ধারিত কাজ প্রকাশ করেছে। ৩১ মে ২০২৩ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পঞ্চম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৩ প্রকাশ করে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা নির্ধারিত স্বাস্থ্য বিধি অনুসরণ করে ৭ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা এ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে। এর আগে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহে বাংলা এবং ধর্ম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় সপ্তাহে ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তৃতীয় সপ্তাহে গণিত এবং কৃষি ও গার্হস্থ্য বিজ্ঞান আর চতুর্থ সপ্তাহে বিজ্ঞান এবং চারু ও কারুকলা এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
৭ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২৩
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট এর সাথে ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের নির্ধারিত কাজ প্রকাশ করে। এখানে বাংলা চারুপাঠ বিষয়ের এ্যাসাইনমেন্ট এর ২য় এ্যাসাইনমেন্ট এবং কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের ১ম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়।
আপনি পছন্দ করতে পারেন-
- ৯ম শ্রেণি ৫ম সপ্তাহের ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এ্যাসাইনমেন্ট ২০২৩
- ৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের বাংলা এবং কর্ম ও জীবন এ্যাসাইনমেন্ট ২০২৩
- ৮ম শ্রেণি ৫ম সপ্তাহের বাংলা এবং কর্ম ও জীবন এ্যাসাইনমেন্ট ২০২৩
৭ম শ্রেণি ৫ম সপ্তাহের বাংলা (সপ্তবর্ণা) এ্যাসাইনমেন্ট ২০২৩
২০২৩ শিক্ষাবর্ষে এটি ৭ম শ্রেণির বাংলা বিষয়ের ২য় এ্যাসাইনমেন্ট এর আগে প্রথম সপ্তাহে ৭ম শ্রেণি বাংলা বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। ৫ম সপ্তাহের বাংলা সংক্ষিপ্ত পাঠ্যসূচী হিসেবে কাজী নজরুল ইসলাম এর কুলি-মুজুর পদ্য বা কবিতা থেকে নির্বাচন করে এ্যাসাইনমেন্ট প্রস্তুত হয়েছে। শিক্ষার্থীরা কুলি মুজুর কবিতাটি অধ্যয়ন করে বিভিন্ন শ্রমজীবী মানুষের বিষয়ে জানতে পারবে এবং সমাজে তাদের অবদান বুঝতে পারবে।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: পদ্য বা কবিতা
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ নম্বর- কুলি মুজুর, কবি: কাজী নজরুল ইসলাম
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: একটি কর্মপত্র তৈরি করণ: নিচের ছকটি তুলে পূরণ কর
নির্দেশনা: পাঠ্য বইয়ের কুলি মজুর কবিতা থেকে সহায়তা নিয়ে এবং উৎসের সহায়তা নিয়ে প্রয়ােজনে একাধিক উৎসের সহায়তা নিয়ে উত্তর লিখবে। অবদান ৪-৫ বাক্যে এবং মূল্যায়ন অনধিক ১০ বাক্যে লিখতে হবে।
মূল্যায়ন কৌশল: ১. বিষয়বস্তুর সঠিকতা, ২.যথাযথ তথ্য, ৩. বানান শুদ্ধতা থাকলে অতি উত্তম এবং ১টির ক্ষেত্রে ঘাটতি থাকলে উত্তর, ২-৩টির ক্ষেত্রে ঘাটতি থাকলে ভলো এবং সকল ক্ষেত্রেই ঘাটতি থাকলে অগ্রগতি প্রয়োজন হিসেবে মূল্যায়িত হবে।
একটি বাছাইকরা নমুনা উত্তর দেখুন:বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে ৫০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা
৭ম শ্রেণি ৫ম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৩
২০২৩ সালের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলার সাথে কর্ম ও জীবনমুখী শিক্ষা পাঠ্যবই থেকে এসাইনমেন্ট দেয়া হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত মূল্যে নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের সাথে একই সময়ে কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১; অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: কর্ম ও মানবিকতা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ- ১: কায়িক শ্রমের গুরুত্ব; পাঠ- ২: কঠোর কায়িক শ্রমের নিদর্শন; পাঠ- ৩ ও ৪: কায়িক শ্রমের গল্প; পাঠ- ৫ ও ৬: মেধা শ্রমের গুরুত্ব; পাঠ- ৭ ও ৮: মেধা শ্রমের অনুশীলন; পাঠ- ৯: মেধা শ্রমের গল্প; পাঠ- ১০: আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা; পাঠ- ১১ ও ১২: চল আত্মমর্যাদাবান হই; পাঠ- ১৩: কাজে সফলতা ও আত্মবিশ্বাস; পাঠ- ১৪-১৬: এসাে আত্মবিশ্বাসী হই; পাঠ- ১৭: কাজের ক্ষেত্রে সৃজনশীলতা; পাঠ- ১৮-২০: সৃজনশীলতা কেন প্রয়ােজন;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ–১, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়: কর্মেই আনন্দ, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ পাঠ-১: আত্মমর্যাদার ধারণা, পাঠ ২-৪; কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা;
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রম উভয়ই গুরুত্বপূর্ণ;
নির্দেশনাঃ ৩০০ শব্দের মধ্যে একটি নিবন্ধন রচনা লিখতে হবে। নিবন্ধন রচনার ক্ষেত্রে ৭ম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষার পাঠ্যপুস্তকের ১ম অধ্যায় কর্ম ও মানবিকতা সংশ্লিষ্ট বিষয়বস্তুর তথ্য ও তত্ত্ব ব্যবহার করতে হবে;
একটি বাছাই করা নমুনা উত্তর দেখুন:সমাজের বিভিন্ন শ্রমজীবি মানুষের অবদান এবং তাদের মূল্যায়ন করার কৌশল
আরো দেখুন-
- ৮ম শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৩
- ৭ম শ্রেণি ৭ম সপ্তাহের গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা এ্যাসাইনমেন্ট ২০২৩
এছাড়াও সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। এ্যাসাইনমেন্ট সংক্রান্ত যেকোন তথ্য পরামর্শ প্রয়োজন হলে তা আমাদের কমেন্টে জানান।