কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি?

প্রিয় পাঠক আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গ্ণিতের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে।৩য়-৪র্থ শ্রেনী থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গুগলে এই প্রশ্নটি লিখে অনেকবার সার্চ হয়েছে। প্রশ্নটি হলো কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি? তাই আর দেরি না করে চলুন জেনে নিই কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি?
কোণ কাকে বলে
সমতল জ্যামিতিতে, একই প্রান্তবিন্দু বিশিষ্ট দুইটি রশ্মি দ্বারা গঠিত জ্যামিতিক আকৃতিকে কোণ বলে। রশ্মি দুইটি দ্বারা সৃষ্ট কোণটি এদের সাধারণ প্রান্তবিন্দুতে উৎপন্ন হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু বলা হয়। আর সাধারণ প্রান্তবিন্দুটিকে কোণের শীর্ষ বলে। কোণের রশ্মিদ্বয় একই সমতলে অবস্থিত হতে পারে; আবার ভিন্ন সমতলেও অবস্থিত হতে পারে। রশ্মি দুইটি একই সমতলে অবস্থিত হলে সেই সমতলটিকে ইউক্লিডিও সমতলই হতে হবে – এমন কোনো শর্ত নেই। তাছাড়া ইউক্লিডিও জগত ও অন্যান্য জগতের দুইটি সমতল পরস্পর ছেদ করলেও কোণ উৎপন্ন হয়। এ ধরণের কোণকে ডাইহেড্রাল কোণ (dihedral angle) বলে।
কোণ কত প্রকার কি কি
দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। কোণের নির্দিষ্ট প্রকারভেদ করা একটু কঠিন। তবে আকার-আকৃতি, গঠন ও পরিমাপের ভিত্তিতে কোণের একটি তালিকা নিচে দেওয়া হলোঃ
- শুণ্য কোণ
- সূক্ষ্মকোণ
- সমকোণ
- স্থূলকোণ
- সরলকোণ
- প্রবৃদ্ধ কোণ
- পূর্ণ কোণ
- তির্যক কোণ
- বিপ্রতীপ কোণ
- সন্নিহিত কোণ
- পূরক কোণ
- সম্পূরক কোণ
- পরিপূরক কোণ
- অনুরূপ কোণ
- একান্তর কোণ
- শুণ্য কোণ
যে কোণের পরিমাপ 0° তাকে শুণ্য কোণ বলে।
- সূক্ষ্মকোণ কোণ
এক সমকোণ বা ৯০° অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- সমকোণ
যে কোণের পরিমাপ ৯০° তাকে সমকোণ বলে।
- স্থূলকোণ
৯০° অপেক্ষা বড় এবং ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
- সরলকোণ
যে কোণের পরিমাপ ১৮০° তাকে সরলকোণ বলে।
- প্রবৃদ্ধ কোণ
১৮০° অপেক্ষা বড় এবং ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
প্রিয় পাঠক তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আজকে জেনে নিলাম, কোণ কাকে বলে? কত প্রকার ও কি কি । পরবর্তী সময়ে আবারও হাজির হবো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে তা আমাদের কমেন্ট করে জানান।
আরও পড়ুনঃ