আফনান নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থসহ)

আফনান একটি অত্যন্ত সুন্দর নাম। আফনান নামটি মূলত ছেলের নাম। আমাদের দেশে বহুল পরিচিত একটি নাম হলো আফনান। আফনান নামটি একটি ইউনিক নাম। এই নামটি আমাদের দেশ সহ আমাদের পার্শবর্তী অনেক দেশে প্রচলন রয়েছে। আমরা অনেকেই হয়তো এই আফনান নামের অর্থ জানি না। জেনে নিন আফনান নামের অর্থ কি? (বাংলা, আরবি অর্থ সহ)
আফনান নামের অর্থ কি?
আফনান নামের অর্থ হচ্ছে গাছের সম্পূর্ণ ছড়িয়ে পড়া শাখা , গাছ বৃদ্ধি এবং ফলপ্রসুতা শীর্ষে । এছাড়াও এ নামের আরাে যে সমস্ত অর্থ রয়েছে সেগুলাের মধ্যে থেকে উল্লেখযােগ্য একটি হলােঃ ” ফলপ্রসূতাশীর্ষে ” যদিও এই নামটি অন্যসব অর্থ বহন করে তবুও নামটি অনেক সুন্দর এবং ভালাে ।
আফনান নামের আরবি অর্থ কি?
আফনান একটি আরবি শব্দ ৷ আপনার যে কোন ছেলে শিশুদের জন্য রাখার মত একটি উপযােগী নাম আফনান ৷ এই নামের মূল আভিধানিক অর্থ হলাে “ গাছ বৃদ্ধি ‘ ।
আপনি পছন্দ করতে পারেন :
- সিনথিয়া নামের অর্থ কি ? জেনে নিন (বাংলা,আরবি অর্থ সহ)
- শামীম নামের অর্থ কি? জেনে নিন (বাংলা,আরবি অর্থসহ)
আফনান কি ইসলামিক নাম?
হ্যাঁ। আফনান নামটি একটি ইসলামিক নাম। আফনান নামের অর্থ হচ্ছে গাছের সম্পূর্ণ ছড়িয়ে পড়া শাখা , গাছ বৃদ্ধি এবং ফলপ্রসুতা শীর্ষে ।
প্রিয় বন্ধুরা চলুন দেখে নেয়া যাক আফনান নাম দিয়ে আরো সুন্দর সুন্দর নাম। কোনো ছেলে সন্তানের নাম রাখার ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে।
১. আফনান খান
২. আফনান রহমান
৩. আফনান শেখ
৪. আফনান মন্ডল
৫. আফনান হক
৬. মোঃ আফনান রহমান
৭. আফনান উদ্দিন
৮. আফনান চৌধুরি
৯. আফনান আহমেদ
১০. মোঃ আফনান মল্লিক
১১. মোহাম্মদ আফনান খান মোস্তাক
১২. আফনান ইসলাম
১৩. আফনান সরকার
১৪. আফনান ইকতিদার
১৫. মেহেদি হাসান আফনান
১৬. আফনান আলি
১৭. শেখ আফনান
১৮. মাইকেল আফনান
১৯. জামিল হোসেন আফনান
২০. আফনান চাকলাদার
২১.আফনান তুষার
২২.ইলিয়াসুর রহমান আফনান
২৩.আফনান ইবনুল কাইয়ুম
২৪.আফসানা হক আফনান
২৫.আফনান ফয়সল করিম
২৬. আফনান তুষার
২৭.আফনান রুবাইয়াত
২৮. আফনান উম্মে শফি
২৯. আফনান বিন রহিম ।
মানুষ যে ধর্মেরই হোক না কেন প্রত্যেক ধর্মে সন্তানের অর্থ সহ সুন্দর নাম রাখার ব্যাপারে বলা হয়েছে। অর্থ সহ সুন্দর, ইসলামিক নাম মানুষের পরবর্তী জীবন এবং আখিরাতেও প্রভাবিত করবে। এছাড়াও ইসলামী শরীয়তে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। আমরা অনেক সময় অর্থ না জেনেই সন্তানের নাম রেখে দিই। ছেলে-মেয়ের নাম রাখার পূর্বে অবশ্যই অর্থ জেনে নেওয়া উচিত । আশা করি এই পোস্টটি শীঘ্রই যারা বাবা হতে চলেছেন তাদের অনেক সাহায্য করবে।
আরও দেখুন: