Actress Mithila Fahmi Viral Video Link, Picture

Actress Mithila Fahmi Viral Video Link & Picture available online. Some photos of actress and singer Rafiyat Rashid Mithila’s close moments with producer Iftekhar Ahmed Fahmi have been circulated via social media. But the pictures ‘do not seem unusual’ to Mithila.
The photos were posted on a Facebook group on Monday (November 7th), spreading immediately. After calling a television channel, Mithila, he said, “This is not an unusual picture.”
Mithila Fahmi Viral Video
Prior to this, Rafiath Rashid mithila was seen several times with Kolkata director Manjit Mukherjee. Showbiz was spread because of the love affair between them.
Prior to this, Mithila was married to Tushan, a musician, on August 7, 2007. In their family also came a daughter of Iera Tehrim Khan. However, Tahsan-Mithila went to the separation in the mid-20’s for not having a couple.
মিথিলা-ফাহমির অন্তরঙ্গ ছবি ভাইরাল
নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিগুলো ‘অস্বাভাবিক মনে হচ্ছে না’ মিথিলার কাছে।
সোমবার (৪ নভেম্বর) ফেসবুকের একটি গ্রুপে ছবিগুলো পোস্ট করা হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ নিয়ে পরে একটি টেলিভিশন চ্যানেল মিথিলাকে ফোন করলে তিনি বলেন, ‘এটা অস্বাভাবিক কোনো ছবি না।’ এই কথা বলেই নাকি কলটি কেটে দেন তিনি।
Rafiath Rashid Mithila Picture
এর আগে বেশ কিছুদিন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে একাধিকবার দেখা যায় মিথিলাকে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেই গুঞ্জন ছড়িয়েছিল শোবিজ পাড়ায়।
তারও আগে ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে সংগীতশিল্পী তাহসানকে বিয়ে করেন মিথিলা। তাদের সংসারে আইরা তেহরীম খান নামে এক কন্যাসন্তানেরও আগমন ঘটে। তবে দু’জনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বিচ্ছেদে যান তাহসান-মিথিলা।